অশবথ ই একমাত্র এমন বৃক্ষ যা চব্বিশ ঘণ্টা {দিনরাত } অক্সিজেন ত্যাগ করে যা জীবজগতের জন্য প্রান বায়ু বলা হয় । প্রত্যেক জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে । বৈজ্ঞানিক অনুস ন্ধানের এই তথ্য প্রমানিত । অক্সিজেন দেওয়া ছাড়া অশবথ বৃক্ষের অন্যান্য অনেক বৈ শিষ্ট আছে যেমন এর ছায়া শীতকালে উষ্ণতা এবং গ্রীষ্ম কালে শীতলতা প্রদান করে । এছারা অশবথ গাছের পাতা স্পর্শ করলে বাতাসে মিশ্রিত সংক্রামক ভাইরাস নষ্ট হয়ে যায় । আয়ুর্বেদ অনুযায়ী এর ফল ছাল পাতা ইত্যাদি থেকে অনেক প্রকার রোগ নাশক ওষুধ তৈরি করা হয় । এই ভাবে বৈজ্ঞানিক দৃষ্টি তেও অশবথ গাছ পূজনীয় ।
No comments:
Post a Comment