Monday, December 7, 2015

শিউলি ফুলের প্রয়োগ

সারা পৃথিবীর মানুষ ধন সম্পত্তির জন্য লালায়িত । সবাই ধন লাভের  জন্যে ছুটে বেড়াচ্ছে । ধনলাভের বৃদ্ধি হবে কিভাবে কিসে হবে সে সম্পর্কে আমাদের শাস্ত্র পুরানাদি তে অনেক কথায় বলা হয়েছে । কিন্তু তন্ত্রে এ সম্পর্কে যা বলা হয়েছে সেগুলি অত্যন্ত ফলপ্রদ এবং সহজ সরল পদ্ধতি । সেগুলি নারী পুরুষ ,জাতি ধর্ম নির্বিশেষে প্রয়োগ করতে পারেন । কোন প্রয়োগ টি , কি ভাবে করবেন তা আপনার ইচ্ছা বা রুচির ওপর নির্ভর শীল । এই সমস্ত প্রয়োগ একাগ্রতা ও ইচ্ছাশক্তির ওপর নির্ভরশীল । যদি সব একাগ্রতা নিয়ে প্রয়োগ ক্রিয়া যথাবিধি অনুসরণ করা যায় তাহলে নিশ্চয় লক্ষ্মীর কৃপা লাভ করবেন । তার কৃপা সাকার রুপে আপনার সামনে উপস্থিত হবে । দুঃখ দারিদ্র নাশ হবে । ধন সম্পত্তি বৃদ্ধি হবে , আপনার আবশ্যকতা গুলি পূর্ণ হয়ে আপনার মনের বাসনা পুরন হবে ।
প্রয়োগ ঃ
শিউলি ফুলের দিয়ে একটি ধন দায়ক প্রয়োগ
যে সময় শিউলি ফুল গাছে ফুটবে সেই সময় যে কোন শুক্রবার দিন এই প্রয়োগ ক্রিয়া করবেন । প্রাতঃ কালে উপবাসী থেকে অর্থাৎ জলযোগ না করে ,স্নানাদি সমাপন করে মৌন অবস্থায় থেকে অর্থাৎ কারো সাথে কথা না বলে গাছ থেকে ৯ টি শিউলি ফুল তুলবেন । নিচে থেকে কুড়িয়ে নিলে চলবে না । ফুল্গুলি তুলে ঘরে ফিরে আসা পর্যন্ত ভুলেও কারো সাথে কথা বলবেন না । ফুল্গুলি ঘরে এনে যত্ন করে রাখবেন ।
গভীর রাতে যখন সব শান্ত হবে, সবাই ঘুমিয়ে পড়বে এবং কোন কোলাহল থাকবে না সেই নির্জন পরিস্থিতি তে প্রয়োগ আরম্ভ করবেন । আপনার বাড়ির পরিস্থিতি অনুযায়ী সময় বেছে নেবেন । গভীর রাত্রে যখন শান্ত পরিবেশ তৈরি  হবে সেই সময়টা বেছে নেবেন ।
এই নির্জন সময়ে মুক্ত আকাশের নীচে যেখানে বসবেন ,সেই স্থান টুকু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন । শ্রদ্ধা ভক্তি সহকারে ধুপ দীপ জ্বালাবেন । তারপর শিউলি ফুল গুলি কে একটি পুটলি তে বেঁধে একটি পরিষ্কার চৌকি তে রাখবেন এবং পূর্ব দিকে মুখ করে বসবেন । সে সময় একা থাকবেন ,দ্বিতীয় কোন ও ব্যক্তি কাছে থাকা চলবে না । সম্পূর্ণ একা থাকতে হবে । ফুলের পুঁটলি তে সামান্য আতর লাগিয়ে দেবেন । তারপর গন্ধ পুস্প ধুপ দীপ ও অক্ষত দিয়ে পুজা করবেন । পুজার পর পুঁটলি টি নিয়ে নিজের ব্যবসা ক্ষেত্রে অথবা ঘরের আলমারিতে ঝুলিয়ে রাখবেন ।

নিষ্ঠার সাথে এই প্রয়োগ এর দ্বারা ধন সম্পদ বৃদ্ধি পায় । যদি কারও কু দৃষ্টি থাকে তা কেটে যায় । ঘরে শান্তি ফিরে আসে ।
একবছর পর আলমারি থেকে বের করে প্রবাহ মান জলে বা নদী তে বিসর্জন দেবেন আবার ন্তুন ফুল তুলে আগের মত ক্রিয়া করে আবার আলমারিতে রাখবেন ।

No comments: