Thursday, November 26, 2015

মন্ত্র

মন্ত্র বলতে আমি বুঝেছি কোন ও বিশেষ ধ্বনি বা বর্ণের সমষ্টি । যার সাহায্যে সাধক মন ও শরীরের উপর নিয়ন্ত্রণ সাধন করে তাঁর আরাধ্য দেবতা বা বিশেষ কোন শক্তিকে জাগ্রত করে বাঞ্ছিত ফল লাভ করে থাকেন । ধ্বনি বিশেষের প্রভাব ,পশু পক্ষী জীব জন্তু গাছ গাছালি তো বটেই জড় বস্তু উপর পড়তে পারে ।
শ্রীকৃষ্ণের বেনুবাদনে মাঠের গ্রু বাছুর পর্যন্ত শান্ত , মন্ত্র মুগ্ধ হয়ে পড়ত । সাপুড়ের বীণ বাদনে সাপেদের ফনা তুলে নৃত্য করার দৃশ্য আমরা সবাই দেখেছি । সঙ্গীতের মুরচ্ছনা সৃষ্টি করে বুদ্ধি বিকাশ ঘটানো হয় ।
মানুষের জীবনের দর্শন থেকে শুরু করে , ললিত কলা ।লেখকের কলম ,চিত্রকরের তুলি ,রেখাঙ্কন করা বা কোন ও ব্যক্তির চিন্তা বা ভাবনার পদ্ধতির মধ্যে ও  মন্ত্র শক্তি তার কার্যক্ষেত্র করে তুলেছেন ।
সোজা কথা  মন্ত্রের মধ্যে সেই ক্ষমতা আছে জা দিয়ে অসম্ভব কে সম্ভব করা যায় । শুধু প্রয়োজন তাকে সিদ্ধ করা ।
মন্ত্র সাধন করতে হলে সাধনার সময় গুরুর ছবি সামনে রেখে অথবা গুরু না থাকলে শিব কে গুরু মেনে শ্রদ্ধা সাথে মন্ত্র সাধনা করতে হয় ।
শুভ নক্ষত্র শুভদিন শুভ তিথি তে শরীর মন পোশাক ইত্যাদি শুদ্ধতার সাথে মন্ত্র জপ করতে হয় ।
সাধককে সবদিক ভেবে চিন্তে মানসিক ভাবে তৈরি  হয়ে সাধনায় বসতে হবে ।

মন্ত্র সিদ্ধি