১ রবিবার পুষ্যা নক্ষত্র যোগে কাকের ডান দিকের পায়ের নখ কোন কবজ বা তামার কৌটায় রেখে ধারন করলে , কখন ও আর্থিক সঙ্কটে পড়তে হয় না ।
২ অশোক বৃক্ষের মুল নিয়ে তার একটি ছোট টুকরো কোন পবিত্র স্থানে ঘরের মধ্যে রেখে ধুপ দীপ প্রত্যহ দিতে থাকলে , গৃহে ধন সম্পত্তি প্রচুর বৃদ্ধি হয় ।
৩ সারস পাখির ডানদিকের চোখ উপরে নিয়ে শুকনো করে একটি সোনার আংটি তে বসিয়ে ডান হাতের অনামিকা আঙ্গুলে ধারন ক্রলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় ।
৪ শ্রাবন মাসে প্রতিদিন ১০৮ বিল্ব পত্র নিয়ে তার উপর লাল চন্দন দিয়ে " ওঁ নমঃ শিবায়ঃ " । মন্ত্র টি এবং পাঠ করতে করতে শিবলিঙ্গের ওপরে চড়াবেন । এই ভাবে ৩১ দিন চাপাবেন । এই পদ্ধতি অবলম্বনে লক্ষ্মী লাভ হয়ে থাকে । এবং সব মনস্কাম না পুরন হয় ।
৫ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের তিথিতে যেদিন ভরণী নক্ষত্র আসবে ,সেইদিন চারটি কলস জলে ভর্তি করে কোন পৃথক ঘরে রেখে দিন । দ্বিতিয় দিন ওর মধ্যে যে কলস টি খালি দেখা যাবে ,তাকে পৃথক স্থানে রেখে তাতে কাঁচা আনাজ ভরে দেবেন । বাকি কলস গুলির জল সেখানে ছিটিয়ে দেবেন । তারপর যে কলসে আনাজ ভরা আছে , তাকে প্রতিদিন পুজা করতে থাকবেন । তাহলে মাতা অন্নপূর্ণা দেবি প্রসন্না থাকবেন । সাধকের গৃহে ঋদ্ধি সিদ্ধি বৃদ্ধি করবেন ।
বিশ্বাস ও ভক্তি দিয়ে করে দেখুন ।
মহা লক্ষ্মী সাধনা ।
২ অশোক বৃক্ষের মুল নিয়ে তার একটি ছোট টুকরো কোন পবিত্র স্থানে ঘরের মধ্যে রেখে ধুপ দীপ প্রত্যহ দিতে থাকলে , গৃহে ধন সম্পত্তি প্রচুর বৃদ্ধি হয় ।
৩ সারস পাখির ডানদিকের চোখ উপরে নিয়ে শুকনো করে একটি সোনার আংটি তে বসিয়ে ডান হাতের অনামিকা আঙ্গুলে ধারন ক্রলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় ।
৪ শ্রাবন মাসে প্রতিদিন ১০৮ বিল্ব পত্র নিয়ে তার উপর লাল চন্দন দিয়ে " ওঁ নমঃ শিবায়ঃ " । মন্ত্র টি এবং পাঠ করতে করতে শিবলিঙ্গের ওপরে চড়াবেন । এই ভাবে ৩১ দিন চাপাবেন । এই পদ্ধতি অবলম্বনে লক্ষ্মী লাভ হয়ে থাকে । এবং সব মনস্কাম না পুরন হয় ।
৫ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের তিথিতে যেদিন ভরণী নক্ষত্র আসবে ,সেইদিন চারটি কলস জলে ভর্তি করে কোন পৃথক ঘরে রেখে দিন । দ্বিতিয় দিন ওর মধ্যে যে কলস টি খালি দেখা যাবে ,তাকে পৃথক স্থানে রেখে তাতে কাঁচা আনাজ ভরে দেবেন । বাকি কলস গুলির জল সেখানে ছিটিয়ে দেবেন । তারপর যে কলসে আনাজ ভরা আছে , তাকে প্রতিদিন পুজা করতে থাকবেন । তাহলে মাতা অন্নপূর্ণা দেবি প্রসন্না থাকবেন । সাধকের গৃহে ঋদ্ধি সিদ্ধি বৃদ্ধি করবেন ।
বিশ্বাস ও ভক্তি দিয়ে করে দেখুন ।
মহা লক্ষ্মী সাধনা ।
No comments:
Post a Comment