Monday, December 7, 2015

সঙ্কট নাশক মন্ত্র

ওঁ হ্রিং বগ লা মুখী সর্ব দুষ্টা নাম বাচং মুখং পাদং স্তনভ য় জিহবাম কীলয় কীলয় বুদ্ধিম নাশয়  হ্রিং ওঁ ।

উপরোক্ত মন্ত্রটি বগ লাদেবির । অতএব স্নানআন্তে শুদ্ধ বস্ত্রাদি পরিধান করে বগলা মুখিদেবির চিত্র সামনে রেখে হরিদ্রা বর্ণের পুস্প দ্বারা সজ্জিত করে ধুপ দীপ জ্বেলে হরিদ্রার মালাতে উক্ত মন্ত্র ১০৮ বার করলে আশাতীত ফল লাভ হয় । জপ সংখ্যা বাড়াতে পারলে বেশি ফল পায় । 

No comments: